কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে আজিম রফিককে উদ্দেশ্য করে বর্ণবাদী ঘটনার রায় ঘোষণা করেছে ইসিবির ক্রিকেট ডিসিপ্লিনারি কমিটি (সিডিসি)। এতে ইয়র্কশায়ারের সাবেক ৬ ক্রিকেটার-কোচকে নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে। তালিকায় আছেন গ্যারি ব্যালান্স, টিম ব্রেসনান, অ্যান্ড্রু গল, ম্যাথু হগার্ড, রিচার্ড পাইরাহ ও জন ব্লেইন।

গত মাসে অবসর নেওয়া ব্যালান্সকে ৩ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুনানির আগেই নিজের দোষ স্বীকার করে নেন ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাঁহাতি ব্যাটসম্যান। ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার ম্যাথু হগার্ড ও ব্রেসনানকে ৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৪ ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রেসনান।

ইয়র্কশায়ারের সাবেক অধিনায়ক ও কোচ অ্যান্ড্রু গলকে ৬ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি কোচিং থেকে ৬ সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে তিনি অবসরে আছেন। এছাড়া রিচার্ড পাইরাহ ও স্কটল্যান্ডের সাবেক পেসার জন ব্লেইনকে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।

শাস্তি পাওয়া সবাইকে নিজ নিজ খরচে ইসিবির বর্ণবাদ ও বৈষম্যবিরোধী প্রোগ্রামের কোর্স করার আহ্বান জানিয়েছে ইসিবি। আগামী ৯ জুন পর্যন্ত এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবেন তারা।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে ব্রিটিশ-এশিয়ান ক্রিকেটার আজিম রফিক ইয়র্কশায়ারের ৬ জন ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন। তিনি ইয়র্কশায়ার ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক। অভিযোগে তিনি জানিয়েছিলেন, বর্ণবাদের কাছেই নিজের ক্রিকেট ক্যারিয়ার আরও বড় করার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল তার। ইয়র্কশায়ারে খেলার সময় অশ্বেতাঙ্গ ক্রিকেটারদের ভিন্ন নামে ডাকা, এশিয়ান ক্রিকেটারদের উদ্দেশে কটূক্তিমূলক কথাবার্তাসহ বিভিন্ন অভিযোগ করেছেন রফিক।