- বাংলাদেশ
- প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী

গ্রেপ্তার হাসান। ছবি: সমকাল
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় তংচংগ্যা সম্প্রদায়ের বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার অভিযুক্ত ব্যবসায়ী মো. হাসানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসান সেগুন বাগানের মৃত মো. কাছিম মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন ব্যবসায়ী হাসান। এ ঘটনায় শুক্রবার রাতে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। শনিবার ফারুয়া বাজার থেকে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাসানকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর জানান, হাসানকে থানায় রাখা হয়েছে।
মন্তব্য করুন