আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া ধৃষ্টতাপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত। বঙ্গবন্ধু কন্যাকে সরিয়ে তারা দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। বিএনপি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনার বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র চালাচ্ছে। রাজনীতিতে পরাস্ত হয়ে দেশে-বিদেশে শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রলাপ বকছে দলটির অধিকাংশ নেতাকর্মী। বিএনপি-জামায়াতের কোনো অপশক্তি শেখ হাসিনার ক্ষতি করতে পারবে না। সব ষড়যন্ত্র রুখে দিতে বঙ্গবন্ধুর সৈনিকরা সবসময় প্রস্তুত। দেশপ্রেমিক জনগণও শেখ হাসিনার সঙ্গে আছে।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরপার্ক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, শাহ মইনুল ইসলাম শিল্পু, শহিদুল ইসলাম আবু, অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, মতলুবর রহমান, শাহ সারোয়ার কবীর, আমিনুর জামান রিংকু, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ওমর ফারুক রুবেল, সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল প্রমুখ। এ সময় গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। তারা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার বিপক্ষে অবস্থান নেয়। তারা পাকিস্তানি রাজনীতির ভাবধারা প্রতিষ্ঠা করে। তারা সন্তাস ও জঙ্গীবাদের মদদ দেয়। বিএনপি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালায়। আওয়ামী লীগ তিন তিনবার ক্ষমতায় এসে বিশ্বের দরবার বাংলদেশকে উন্নয়নের মডেলে পরিণত করেছে। কিন্তু এই দেশের কোনো উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকিদাতা এবং ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

সুজিত রায় নন্দী বলেন, বিশ্বনেতারা যখন শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছেন, বঙ্গবন্ধুকন্যা যখন দেশের মানুষের আশা-আকাঙ্খার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, তখনই বিএনপি ও তার দোসর রাজনৈতিক দলগুলোর গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতার এ বক্তব্য মূলত তারই বহিঃপ্রকাশ। 

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজ শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। দেশ ও জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে জন্য বঙ্গবন্ধুর কন্যার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বের বিকল্প নেই।