- বাংলাদেশ
- দৃষ্টিনন্দন পটুয়াখালী গড়তে খাল সংস্কারের তাগিদ
গোলটেবিল বৈঠকে বক্তারা
দৃষ্টিনন্দন পটুয়াখালী গড়তে খাল সংস্কারের তাগিদ

সমকাল আয়োজিত ‘পটুয়াখালী পৌরসভা উন্নয়নে নাগরিক ভাবনা এবং আগামী দিনের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অতিথিরা - সমকাল
পটুয়াখালী শহরকে দৃষ্টিনন্দন করতে এর দুই পাশ দিয়ে প্রবাহিত নদী এবং অভ্যন্তরীণ সব খাল সংস্কারের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, এ শহরের সবুজ প্রকৃতি এখন জাগ্রত। একে বাঁচিয়ে রেখেই টেকসই উন্নয়ন করতে হবে। শনিবার সকালে পটুয়াখালী এলজিইডি ভবনে ‘পটুয়াখালী পৌরসভার উন্নয়নে নাগরিক ভাবনা এবং আগামী দিনের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘একটি শহরে দালানকোঠা ও অবকাঠামো নির্মাণ হলেই উন্নয়ন হয় না। আমাদের উন্নয়নের প্রয়োজন। তবে সেটি হতে হবে পরিবেশবান্ধব। শহরে সবুজ আবহ রাখতে হবে। জলাধার রক্ষা করতে হবে। সবকিছুর সমন্বয় করে উন্নয়ন হলে, সেটিই হবে পরিকল্পিত উন্নয়ন। কিন্তু আমরা এখন প্রকৃতিকে ধ্বংস করে কৃত্রিম সৌন্দর্যে ঝুঁকছি।’ তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে দালানকোঠার উন্নয়ন করতে গিয়ে জলাধার ধ্বংস করা হয়েছে। গত রমজানে ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা কাছাকাছি জলাধার থেকে পানি পাননি। যে কারণে ক্ষয়ক্ষতি স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোদাচ্ছের বিল্লাহ। মুখ্য আলোচক ছিলেন পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলওয়ার হোসেন দিলিপ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার নির্মল কুমার রক্ষিত, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, জাকির হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা আবু বকর, পৌর কাউন্সিলর কাজল বরণ দাস, সংরক্ষিত পৌর কাউন্সিলর নাহিদা আক্তার পারুল, জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক পিযুস কান্তি হরি, জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক ফেরদৌস আরা, সাবেক পৌর কাউন্সিলর খন্দকার ফারহাদ জামান বাদল, এসডিএর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, সুজনের সহসভাপতি জালাল আহমেদ, পৌরসভার নগর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিরিন নাহার, নারী সাংবাদিক নিনা আফরিন, সমকালের জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকালের সিনিয়র সাব-এডিটর ফিরোজ এহতেশাম, সার্কুলেশন বিভাগের নির্বাহী বিজয় হাওলাদার, বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী, ফটো সাংবাদিক মো. মনিরুজ্জামান খান। গোলটেবিল বৈঠকের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা পরিষদ সদস্য গাজী হানিফ, জেলা সুহৃদ সমাবেশের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, আরিফ হোসাইন দিদার, সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসা. রুবিনা রুবি প্রমুখ।
মন্তব্য করুন