- বাংলাদেশ
- সড়কের কাজে সিন্ডিকেট ভাঙতে সংসদীয় কমিটির সুপারিশ
সড়কের কাজে সিন্ডিকেট ভাঙতে সংসদীয় কমিটির সুপারিশ

সড়কের কাজে সিন্ডিকেট ভাঙতে চায় সংসদীয় কমিটি। এজন্য তারা দরপত্র প্রক্রিয়ায় বেশি সংখ্যক ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে। এটি নিশ্চিতে প্রচলিত আইন ও বিধিমালা শিথিলের সুপারিশও করা হয়েছে।
গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কমিটির সদস্য আবু জাহির, রেজওয়ান আহাম্মদ, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম ও মেরিনা জাহান বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, এর আগে একাধিক বৈঠকে আলোচনা হয়েছিল– সড়কের কাজ নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান ঘুরেফিরে পাচ্ছে। এখানে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে। গতকালের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। এ সময় মন্ত্রণালয় জানায়, দরপত্রে অংশ নেওয়ার ক্ষেত্রে কিছু আইন ও বিধি মানতে হয়। এখানে অভিজ্ঞতার বিষয় আছে। তাই চাইলেও অনেক প্রতিষ্ঠানের পক্ষে দরপত্রে অংশ নেওয়া সম্ভব হয় না। কমিটির পক্ষ থেকে বলা হয়, যদি সব কাজে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়, তাহলে নতুন প্রতিষ্ঠান কীভাবে কাজ পাবে। ঘুরেফিরে একই প্রতিষ্ঠান সব কাজ পাবে। তাই সিন্ডিকেট ভাঙতে দরপত্রে অংশ নেওয়ার আইন ও বিধি শিথিল করা জরুরি।
এ ছাড়া বৈঠকে সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহার অনিয়ম ও দুর্নীতি তদন্তে তিন সদস্যের উপকমিটি করা হয়। কমিটির সদস্য আবু জাহিরকে উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া এনামুল হক ও ছলিম উদ্দীন তরফদারকে সদস্য করা হয়েছে। সংসদীয় কমিটির আগামী বৈঠকে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তুষার কান্তি সাহা তথ্য গোপন করে এবং অনুমতি ছাড়া একাধিকবার ভারত গিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে মন্ত্রণালয় প্রথম তদন্তে তেমন কিছু পায়নি। পরে তারা জানতে পারে, এই কর্মকর্তা দুটি পাসপোর্ট ব্যবহার করেছেন। তাই সংসদীয় কমিটি আবার বিষয়টি তদন্ত করতে কমিটি করেছে।
মন্তব্য করুন