- বাংলাদেশ
- টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২
টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২
-samakal-647294aec5c7f.jpg)
প্রতীকী ছবি।
মাত্র দুই হাজার টাকার জন্য জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করেছেন তারই দুই বন্ধু। গত শুক্রবার গভীর রাতে মিরপুর মডেল থানার লাভ রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত দুই বন্ধু সাগর (৩২) ও শাহেদকে (৩৫) রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
জাহাঙ্গীর একজন ড্রাইভার এবং মোটর মেকানিক। তার বন্ধু সাগর ও শাহেদও মোটর মেকানিক। জাহাঙ্গীরের কাছ থেকে দুই হাজার টাকা পেতেন সাগর। এই টাকা নিয়েই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটিকে কেন্দ্র করেই জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেন সাগর, শাহেদ।
এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আব্দুল হালিম একটি মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামি সাগর ও শাহেদকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং আসামির রক্তমাখা জামা।
মন্তব্য করুন