খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। 

এর ফলে কেসিসি নির্বাচনে মুশফিকের অংশ নিতে আর বাধা রইলো না বলে জানিয়েছেন রিটকারীর পক্ষে আইনজীবী মাহাবুবুর রহমান। গত ১৮ মে ৩০০ সমর্থনকারী ভোটারের সমর্থনের তথ্য ভুল থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মুশফিকের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

পরে গত ২৩ মে আপিল শুনানিতে মনোনয়নপত্র অবৈধ ঘোষণার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। পরে হাইকোর্টে রিট দায়ের করেন এসএম শফিকুর রহমান মুশফিক।

উল্লেখ্য, খুলনা সিটি নির্বাচনে চারজন মেয়র, ৩১টি ওয়ার্ডের ১৩৬ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ প্রার্থী রয়েছেন। ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার নির্বাচনে তাদের ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে।