- বাংলাদেশ
- ড. ইউনূস বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবেন না
চট্টগ্রামে জনসভায় আ’লীগ নেতারা
ড. ইউনূস বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবেন না

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গিয়ে ডিনার খেয়ে কিংবা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় বসিয়ে দেবে এমন স্বপ্ন দেখলে বিএনপি ভুল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও রাষ্ট্রক্ষমতায় আসবেন। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।
চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় দলটির নেতারা রোববার এসব কথা বলেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর লালদীঘি মাঠে এ জনসভা হয়।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। লালদীঘি মাঠ ছাড়িয়ে লোকজন ব্যস্ততম রাস্তায় অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়।
জনসভা চলাকালে মাঠে যুবলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এতে জনসভাজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খান নেতারা।
জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, এমএ লতিফ এমপি, নোমান আল মাহমুদ প্রমুখ।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
ওয়াসিকা খান বলেন, বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে। তাদের কী সাহস, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়! আগেও অনেকবার তারা তাঁকে হত্যা করতে চেয়েছে। এখন তাদের প্রতিহত করতে ঐক্যের কোনো বিকল্প নেই।
মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা সারাবিশ্বকে বার্তা দিতে চাই, সারাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাঁর বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
মন্তব্য করুন