- বাংলাদেশ
- সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গণতন্ত্র মঞ্চ
সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গণতন্ত্র মঞ্চ

তিনি বলেন, আন্দোলন শুরু করেছি, শেষ পর্যন্ত লড়াই করব। যতদিন এই নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান পরিবর্তন করে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারব, ততদিন লড়াই অব্যাহত থাকবে।
সকাল সাড়ে ১১টায় মালিবাগ রেলগেটের কাছে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ ১৪ দফা দাবিতে পদযাত্রাপূর্ব সমাবেশ হয়। সমাবেশের পর পদযাত্রাটি মালিবাগ রেলগেট থেকে বাড্ডা অভিমুখে যায়।
এর আগে গত ২৩ মে ঢাকা মহানগর দক্ষিণে পদযাত্রা করে এই জোট। একই দাবিতে আগামী ৪ থেকে ৭ জুন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দিনাজপুর অভিমুখী রোড মার্চ অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রসঙ্গ টেনে মান্না বলেন, এ ঘোষণায় দুনিয়ার বুকে বাংলাদেশের মানসম্মান শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে নিজের কবজায় নিয়ে দলীয় স্বার্থে ব্যবহার করছে। ভোট চুরি করে, জালিয়াতি করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, অত্যাচার-গুম-খুন করে ক্ষমতায় থাকা সম্ভব নয়। আপনাদের পতন নিশ্চিত করা হবে।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকারের জারিজুরি আন্তর্জাতিক সম্প্রদায় আর বিশ্বাস করে না। এই সরকার যে আরেকটা ভোট ডাকাতির নির্বাচনের পাঁয়তারা করছে– সাত মাস আগেই এটা বুঝতে পেরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে বলেছে, বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে যদি নয়ছয় করা হয়, সেখানে জিএসপি সুবিধা বন্ধসহ আরও অনেক ব্যবস্থা তারা নিতে যাচ্ছে। সরকার বুকে কষ্ট চেপে রেখে মুখে কৃত্রিম হাসি দেখিয়ে নিজেদের নির্ভার দেখানোর চেষ্টা করছে। আর বলছে, এই ভিসা নীতি নাকি বিরোধী দলের জন্য! এসব বলে দেশের জনগণকে বোকা বানানো যাবে না।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ নেতারা দেশের মানুষকে কতটা বোকা ভাবেন। খোদ দলের একজন শীর্ষ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে নাকি বিএনপি বেকায়দায় পড়েছে। আসলে ক্ষমতাসীন দলের নেতারাই বোকার স্বর্গে বাস করছেন বলে যুক্তরাষ্ট্রের এই হুমকির পরিণতি উপলব্ধি করছেন না।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সহসভাপতি তানিয়া রব প্রমুখ।
মন্তব্য করুন