চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচি পালনে বড় ধরনের শোডাউন করেছে বিএনপি। রোববার বিকেল ৪টায় নগরীর বাকলিয়া এক্সেস রোডের মাথা থেকে পদযাত্রা শুরু হয়, দুই কিলোমিটারের ব্যবধানে সেটি বহদ্দারহাট মোড়ে গিয়ে শেষ হয়।

মহানগর বিএনপির আওতাধীন চকবাজার, পাঁচলাইশ, বাকলিয়া, কোতোয়ালি, বায়েজিদ, চান্দগাঁও ও সদরঘাট থানার হাজারো নেতাকর্মী অংশ নেন। এতে শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট পর্যন্ত কয়েক কিলোমিটার যানজটে দুর্ভোগে পড়েন মানুষ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। এক পর্যায়ে বহদ্দারহাট মোড়ে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারার অভিযোগ করেছে পুলিশ।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে, হামলা করছে। নির্যাতন-নিপীড়নের জন্য শেখ হাসিনাকেও প্রস্তুত থাকতে হবে।’

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে পদযাত্রায় দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ অংশ নেন।

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম জানান, বিএনপি নেতাকর্মী বহদ্দারহাট এলাকায় পুলিশ বক্সের সামনে অবস্থানরত সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডে, বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে, কুমিল্লা নগরীর রামঘাট এলাকা, রাজশাহী মহানগরের ভুবন মোহন পার্ক এলাকায় পদযাত্রা করেন বিএনপি নেতাকর্মী।