নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

তিনি বলেছেন, সিটি নির্বাচনে প্রার্থীদের মাস্তানি কঠোর হাতে দমন করা হবে। কালো টাকা বন্ধে তাঁদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

শনিবার রাতে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি। সভায় বরিশাল সিটি নির্বাচনের মেয়র, কাউন্সিলর প্রার্থীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেন।

এদিকে, বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে রোববার এক মতবিনিময় সভায় সিইসি বলেন, ‘একটি নির্বাচন সফল করা সহজ নয়। পুরো আয়োজন বেশ কষ্টসাধ্য। যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আচরণবিধি মানতে প্রার্থীদের বাধ্য করার কাজও গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘সিটি নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। ভোটের দিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারকেও বিশেষ দায়িত্ব পালন করতে হবে।’

আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন সিইসি।

সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।