বাংলাদেশি কোম্পানি কাজী বাদাম লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করতে যাচ্ছে।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে এটিই হবে কৃষিভিত্তিক প্রথম শিল্প। রোববার ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে কাজী বাদাম।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কাজী বাদামের চেয়ারম্যান কাজী জাহিদুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।