- বাংলাদেশ
- নৌকার জীবন্ত পোস্টার
নৌকার জীবন্ত পোস্টার

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গায়ে নৌকা প্রতীক এঁকে প্রচার চালান দুলাল শেখ - সমকাল
মুখের দুই পাশ ও দুই বাহুতে নৌকার ছবি। বুকে ও পিঠেও তাই। বুকে নৌকা প্রতীকের ওপরে লেখা– তালুকদারের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের গণসংযোগে গত তিন দিন ধরে এভাবেই নেচে-গেয়ে ভোট চাইতে দেখা যায় দুলাল শেখ নামে এক যুবককে। প্রচার শুরুর পর থেকে নৌকা প্রতীকের এই জীবন্ত পোস্টার নজর কেড়েছে ভোটারদের।
খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী কোনো সংগঠনের পদে নেই দুলাল। নৌকার প্রতি ভালোবাসা থেকে নির্বাচন এলেই জীবন্ত পোস্টার হয়ে যান তিনি। প্রার্থীর সঙ্গে গণসংযোগে নেমে পড়েন; ভোট চান। তাঁকে দেখে উৎসাহ বাড়ে দলের কর্মীদের।
রূপসা মাছ বাজারে শ্রমিকের কাজ করে জীবন চলে দুলালের। বাজারের পাশেই সেমিপাকা ঘরে স্ত্রী ও আট বছরের মেয়েকে নিয়ে থাকেন। বড় ছেলে ঢাকায় গার্মেন্টস কারখানায় চাকরি করেন। নির্বাচন এলেই শ্রমিকের কাজ ছেড়ে নেমে পড়েন প্রচারণায়। এজন্য অনেকে তাঁকে ‘পাগলা দুলাল’ বলেন। তাঁর পাগলামি দেখে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা যে সহযোগিতা করেন, তা দিয়ে কোনো মতে দিন চলে দুলালের।
সমকালকে দুলাল শেখ বলেন, ভোট এলে কাজে আর মন বসে না। ঘুরে ঘুরে ভোট চাইতে ভালো লাগে। তিনি আরও বলেন, শরীর খারাপ থাকায় স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ঢাকায় ছেলের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নির্বাচন শুরু হয়েছে শুনে খুলনায় ফিরে এসেছেন।
কিছু আক্ষেপও আছে দুলালের। তিনি জানান, ভোটের সময় নৌকার পক্ষে কাজ করলেও জেতার পর নেতারা মনে রাখেন না। গতবারও তালুকদার আবদুল খালেকের প্রচার করেছেন। আশা করেছিলেন, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শ্রমিকের একটা কাজ পাবেন, কিন্তু পাননি। তবে চাকরি পান বা না পান নৌকার পক্ষে কাজ করেই যাবেন বলে জানান দুলাল।
মন্তব্য করুন