বিচার বিভাগ নিয়ে ‘কটূক্তিকর’ বক্তব্য ও ‘সুশীলদের’ হুমকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সোমবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বিএনপিপন্থি আইনজীবীরা দুপুরে সমিতি ভবন থেকে শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি হাইকোর্ট মাজার গেট হয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও ফোরামের মহাসচিব কায়সার কামাল, সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, মো. রুহুল কুদ্দুস কাজল, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

এ সময় আগামী বুধবার সুপ্রিম কোর্টসহ দেশের সব জেলা বারে মেয়র তাপসের বিচারের দাবিতে আইনজীবী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এদিকে আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগপন্থি শতাধিক আইনজীবী।

এ সময় আব্দুন নূর দুলাল সংবিধান প্রণেতা ও প্রবীণ আইনজীবী এম আমীর-উল ইসলামকে উদ্দেশ করে বলেন, আপনি আমাদের লোক নন। বঙ্গবন্ধু যেদিন আপনাকে বহিষ্কার করেছেন, সেদিন থেকে এই জাতি আপনাকে চিনেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাকে চিনেছে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আপনাকে চিনেছে।