- বাংলাদেশ
- মেয়র তাপস ইস্যুতে বিএনপি-আ’লীগপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ
মেয়র তাপস ইস্যুতে বিএনপি-আ’লীগপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ

ছবি- সমকাল
অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপিপন্থি আইনজীবীরা দুপুরে সমিতি ভবন থেকে শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি হাইকোর্ট মাজার গেট হয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও ফোরামের মহাসচিব কায়সার কামাল, সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, মো. রুহুল কুদ্দুস কাজল, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
এ সময় আগামী বুধবার সুপ্রিম কোর্টসহ দেশের সব জেলা বারে মেয়র তাপসের বিচারের দাবিতে আইনজীবী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এদিকে আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগপন্থি শতাধিক আইনজীবী।
এ সময় আব্দুন নূর দুলাল সংবিধান প্রণেতা ও প্রবীণ আইনজীবী এম আমীর-উল ইসলামকে উদ্দেশ করে বলেন, আপনি আমাদের লোক নন। বঙ্গবন্ধু যেদিন আপনাকে বহিষ্কার করেছেন, সেদিন থেকে এই জাতি আপনাকে চিনেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাকে চিনেছে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আপনাকে চিনেছে।
মন্তব্য করুন