- বাংলাদেশ
- বগুড়ায় নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ দাবিতে মানববন্ধন
বগুড়ায় নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ দাবিতে মানববন্ধন

শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয় - সমকাল
বগুড়ায় নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ, স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠাসহ আরও কয়েক দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সোমবার দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির অন্য দাবিগুলো হলো, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বাজেট বৃদ্ধি করা। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিলরুবা নূরী। বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার সহ-সভাপতি, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার এ্যানি। সমাবেশ সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের অর্থসম্পাদক নিয়তি সরকার নিতু।
বগুড়া জেলা বাসদ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু বলেন, ‘নারীরা দিনব্যাপী গৃহস্থালি কাজ করেও বাজার বা বিনিময়মূল্য পাননা। এজন্য এই শ্রমের মূল্য জিডিপিতে যুক্ত হয়না, এমন কি শ্রম শক্তি হিসেবেও গণ্য হয়না। ২০১৪ সালে সিপিডির গবেষণায় উঠে এসেছে, নারীদের গৃহস্থালি কাজের আর্থিকমূল্য ১১ লাখ কোটি টাকার উপরে। ঘরে-বাইরে নারীর কাজের আর্থিকমূল্য বিবেচনা করা হলে জিডিপিতে নারী-পুরুষের অবদান সমান হবে।’
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিলরুবা নূরী বলেন, ‘বাজেট শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, বাজেটের মাধ্যমে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও স্পষ্ট হয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের অগ্রযাত্রার সঙ্গে দেশের অগ্রযাত্রা নির্ভর করে। বাল্যবিবাহ, মাতৃমৃত্যু, নারী নির্যাতন-ধর্ষণ, কর্মক্ষেত্রে নারীর মজুরী বৈষম্যসহ সব ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এইসব বৈষম্য মেটাতে বাজেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবারের নারী সদস্যরা গৃহস্থলির সিংহভাগ কাজ করে থাকেন। তবে পরিবার, সমাজ বা রাষ্ট্রে এই কাজের কোনো স্বীকৃতি নেই ও নেই মর্যাদা। নারীর শ্রমের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও নারীদের সামাজিক অবস্থা পরিবর্তনে রাষ্ট্র মূখ্য ভূমিকা পালন করতে পারে।’
মন্তব্য করুন