- বাংলাদেশ
- প্রক্সি ঠেকানোর দাবি প্রক্সিকাণ্ডে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার
রাবি ভর্তি পরীক্ষা
প্রক্সি ঠেকানোর দাবি প্রক্সিকাণ্ডে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার

মুশফিক তাহমিদ তন্ময় - ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েন সাবেক ছাত্র বায়েজিদ হোসেন। প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়ের নির্দেশে পরীক্ষা দেন। এ ঘটনার পর সমকালে ‘প্রক্সি চক্রের অধিনায়ক রাবি ছাত্রলীগের তন্ময়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ছাত্রলীগ থেকে তন্ময়কে বহিষ্কার করা হয়। যদিও পরে তা প্রত্যাহার করে ছাত্রলীগ।
বছর না যেতেই চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নজরদারির বাড়ানোর দাবি জানিয়েছেন তন্ময়। একই সঙ্গে গত বছর জালিয়াতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন তন্ময়। ছাত্রলীগের প্যাডে এ স্মারকলিপি দেওয়ায় সমালোচনা শুরু হয়েছে। এমনকি শাখা ছাত্রলীগের নেতারাও বিষয়টিকে হাস্যকর বলছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, ‘প্রক্সিকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা সাংগঠনিক প্যাডে স্মারকলিপি দিলে, সেটি চ্যালেঞ্জিং হয়ে যায়। একজন জালিয়াতিকারী আলটিমেটাম দিয়ে জালিয়াতি থামাতে বলছেন, এটি সত্যিই হাস্যকর।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত নেতা ছাড়া অন্য কেউ সংগঠনের প্যাড ব্যবহার করলে, তাকে অবশ্যই অনুমতি নিতে হবে। তন্ময় আমার কিংবা সাধারণ সম্পাদকের কোনো অনুমতি নেননি।’
তন্ময়ের দাবিকে ‘হাস্যকর’ উল্লেখ করে তিনি বলেন, ‘যে ব্যক্তি প্রক্সির সঙ্গে জড়িত প্রমাণিত, তার মুখে এমন দাবি বেমানান।’
এ বিষয়ে জানতে চাইলে তন্ময় বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনায় নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে স্মারকলিপি দিয়েছি। অন্যান্য বার শাখা ছাত্রলীগ স্মারকলিপি দিত। এবার না দেওয়ায় সাংগঠনিক সম্পাদক হিসেবে ছাত্রলীগের লোগো ব্যবহার করে স্মারকলিপি দিয়েছি।’
রাবির উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘প্রক্সিকাণ্ডে গতবার যে নামগুলো গণমাধ্যমে এসেছে, তারা আমাদের নজরদারিতে রয়েছে। এবারও তারা এমন কাজে জড়িত হলে ছাড় পাবে না। সরাসরি মামলা করা হবে।’
মন্তব্য করুন