- বাংলাদেশ
- দক্ষিণ সিটিতে চাকরি পেলেন ৭৫ জন তেলেগু-হরিজন
দক্ষিণ সিটিতে চাকরি পেলেন ৭৫ জন তেলেগু-হরিজন

তেলেগু ও হরিজন সম্প্রদায় থেকে ৭৫ প্রার্থীকে পরিচ্ছন্নতাকর্মী (অদক্ষ) হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার তেলেগু সম্প্রদায় থেকে ২৫ জন এবং হরিজন সম্প্রদায় থেকে ৫০ জনকে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে দৈনিক মজুরিভিত্তিক (কাজ করলে মজুরি, না করলে নেই) নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।
নিয়োগকৃত কর্মীরা দৈনিক ৫৭৫ টাকা হারে মজুরি পাবেন। তবে তাঁদের চাকরি স্থায়ীকরণের সুযোগ নেই। অফিস আদেশে বলা হয়, তাঁদের নিয়োগ দৈনিক মজুরিভিত্তিক হওয়ায় যে কোনো সময় কারণ দর্শানো ছাড়াই অপসারণ করা যাবে। এ ছাড়া বয়স ৫৯ হলে আর কাজ করতে পারবেন না।
গত ১২ ফেব্রুয়ারি ধলপুর তেলেগু কলোনি ঝুঁকিপূর্ণ হওয়ায় উচ্ছেদ করে ডিএসএসসি। এতে ১২৬টি পরিবারের সহস্রাধিক তেলেগু গৃহহীন হয়ে পড়ে। পরে কলোনির পাশে তাদের ঘর নির্মাণের জায়গা নির্ধারণ করে দেয় সিটি করপোরেশন।
মন্তব্য করুন