- বাংলাদেশ
- সমকাল প্রকাশকের শাশুড়ির ইন্তেকাল
সমকাল প্রকাশকের শাশুড়ির ইন্তেকাল

মঙ্গলবার বাদ জোহর জাহানারা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল
সমকাল প্রকাশক আবুল কালাম আজাদের শাশুড়ি জাহানারা বেগম আর নেই।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন।
জাহানারা বেগম ফরিদপুর শহরের টেপাখেলা ফরিদাবাদ এলাকার সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহানের স্ত্রী। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর শহরের চর টেপাখোলা উচ্চ বিদ্যালয়ে জাহানারা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আলীপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
মন্তব্য করুন