- বাংলাদেশ
- ডিজিটাল বাংলাদেশের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষও পেয়েছে: তথ্যমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষও পেয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ- ফাইল ছবি
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুবিধা আজকে পুরো দেশ পেয়েছে, এখনও পাচ্ছে। যেটির উদাহরণ হলো- করোনায় পুরো বিশ্ব থমকে গেলেও বাংলাদেশ থমকে যায়নি। প্রশাসনিক ও সরকার পরিচালনা থেকে সবকিছু চালু ছিল। শিক্ষার্থীদের শিক্ষাদানও চালু ছিল।’
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং ঢাকা স্টক একচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা আজকে পুরো দেশ পেয়েছে, এখনও পাচ্ছে। যেটির উদাহরণ হলো যখন করোনায় পুরো বিশ্ব থমকে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ থমকে যায়নি। প্রশাসন, সরকার পরিচালনা থেকে সবকিছু চালু ছিল। শিক্ষার্থীদের শিক্ষাদান চালু ছিল। তখন যে দেশগুলো ইতিবাচক সূচকে ছিল তার মধ্যে বাংলাদেশ অন্যতম৷ যখন পৃথিবীর অর্থনীতি স্থবির তখন বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশের সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছে। প্রশাসন পরিচালনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা নতুন ধারণা উপস্থাপন করেছি স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ হচ্ছে মানুষকে স্মার্ট সিটিজেন করা, স্মার্ট সোসাইটি গঠন, স্মার্ট গর্ভন্যান্স ও স্মার্ট বিজনেস। এই চারটি প্রতিপাদ্য বিষয় নিয়ে গ্রন্থটি রচিত হয়েছে এজন্য আমি ধন্যবাদ জানাই।
হাছান মাহমুদ আরও বলেন, বিশ্বায়নের এ যুগে মানুষ নিজের জন্য ছুটছে, খ্যাতির জন্য ছুটছে, বিত্তের জন্য ছুটছে। এই ছুটোছুটি করতে গিয়ে মানুষের মানবিকতা, মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। আমরা স্মার্ট বাংলাদেশ বানাতে গিয়ে, স্মার্ট সোসাইটি বানাতে গিয়ে আমরা যেন মানুষের মৌলিক গুনাবলি যেন হারিয়ে না ফেলি। মানুষ যেন মানবিকতা হারিয়ে না ফেলে। মানুষের মনুষ্যত্ব যেন হারিয়ে না যায়। মানুষের মমত্ববোধ যেন হারিয়ে না যায়।
সভায় সভাপ্রধানের বক্তব্যে অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের দারগোড়ায় দাড় করানোর কর্মপরিকল্পনা ও অভিপ্রায় নিয়ে তিনি গ্রন্থটি রচনা করেছেন। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে এবং উন্নত বিশ্বের স্মার্ট প্রকল্পগুলোর সাথে সামঞ্জস্য রেখে সম্ভাব্য নির্বাচনী ইশতেহারের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি সেগুলো বাস্তবায়ন করার রূপরেখাসহ বিস্তারিত বর্ণনা করেছেন বইটিতে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন