- বাংলাদেশ
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হত্যা মামলার পাঁচ আসামিকে রাজশাহীর পরিত্যক্ত মুরগির খামার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পুঠিয়া উপজেলার গণ্ড গোহালি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– বগুড়া শহরের মালগ্রাম এলাকার মো. রবিন, তার ভাই রমেদ, একই এলাকার কাঞ্চা, জুম্মন ও সেউজগাড়ি এলাকার সাব্বির।
বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির পরিদর্শক হরিদাস মণ্ডল জানান, মঙ্গলবার ভোরে পুঠিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বগুড়ায় আনা হবে।
গত ৯ মে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা ঝন্টু ব্যাপারী বগুড়া সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলায় শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতনকে প্রধান আসামি করা হয়েছে। গত ১৪ মে রাতে বগুড়া শহর এলাকা থেকে নাহিদ হত্যায় জড়িত থাকার অভিযোগে আবদুস সামাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সামাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ওই দিন বগুড়ার শিবগঞ্জের ধামাহার থেকে মো. সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করে র্যাব। বর্তমানে তারা কারাগারে আছেন।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী জানান, গণ্ড গোহালি গ্রামে গ্রেপ্তাররা কয়েক দিন ধরে দিনের বেলা ঘোরাফেরা করে রাতে মেহেদী হাসান টপির পরিত্যক্ত মুরগির খামারে গিয়ে থাকত। গ্রামবাসীর কাছে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে থানায় খবর দেয়। পরে মঙ্গলবার সকালে খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মন্তব্য করুন