- বাংলাদেশ
- রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৭
রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৭

আটক ব্যক্তিরা হলেন মো. হোসাইন, স্বপন হোসাইন, বিদ্যুৎ হাসান, এনামুল হক, আবদুর রাকিব ও সোহানুর রহমান। অপরজনের নামপরিচয় জানা যায়নি।
তাঁদের মধ্যে স্বপন রাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এবং এনামুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
এ ছাড়া আবদুর রাকিব নিজের জন্য প্রক্সিদাতা ভাড়া করেন বলে জানা যায়। তাঁর প্রবেশপত্রে প্রক্সিদাতার ছবি ছিল। তবে তাঁর প্রক্সিদাতা না আসায় নিজেই পরীক্ষার হলে যান। এ সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় তাঁকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাহিদ আল হাসান সিয়ামের হয়ে প্রক্সি দেন কুষ্টিয়ার আফজালপুর গ্রামের কাউসার আলীর ছেলে মো. হোসাইন, ৪০৯৪৩ রোল নম্বরধারীর হয়ে প্রক্সি দেন জয়পুরহাটের কালাই উপজেলার উত্তর পাকুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবদুর রাকিব, তানভীর আহমেদের পরিবর্তে স্বপন হোসাইন, মাইনুল ইসলামের হয়ে প্রক্সি দেন জয়পুরহাট সদর থানার পূর্ব জানিয়ার বাগান গ্রামের আবুল কালামের ছেলে বিদ্যুৎ হাসান, তানভীর আহমেদের প্রক্সি দেন এনামুল হক, তাহমিদ বিন সাদমান প্রিন্সের প্রক্সি দেন পাবনা সদর থানার লাইব্রেরি বাজার এলাকার আবদুল হান্নানের ছেলে সোহানুর রহমান। এ ছাড়া রূপম সরকারের হয়ে প্রক্সি দিতে গিয়ে আরেকজন আটক হন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন