- বাংলাদেশ
- ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান
ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের মনোনীত পরিচালক মেহেরিয়ার এম. হাসান ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ড. আহসান এইচ. মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন। মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেহেরিয়ার এম. হাসান বিশ্বের বৃহত্তম কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক বিজনেস মডেল তৈরি করতে ভূমিকা রেখেছেন। বিশেষত ওয়েলস ফার্গোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ব্যাংকটির ডিজিটাল রূপান্তর যাত্রা এবং ডিজিটাল সেলস ও সার্ভিস চ্যানেলের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। তিনি টেরাফিনা ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা।
ব্র্যাক ব্যাংকে নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে মেহেরিয়ার এম. হাসান বলেন, ‘বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংক গড়ে তুলতে স্যার ফজলে হাসান আবেদের স্বপ্ন পূরণে আমি ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ, ম্যানেজমেন্ট এবং পুরো টিমের সম্পৃক্ততা কামনা করছি।’
মন্তব্য করুন