- বাংলাদেশ
- সোনালী ব্যাংকের সঙ্গে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চুক্তি
সোনালী ব্যাংকের সঙ্গে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চুক্তি

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) থেকে সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বার্ষিক ও সনদ ফিসহ অন্যান্য ফি আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক এবং এমআরএর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি এমআরএ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। সোনালী ব্যাংকের ডিএমডি সুভাষ চন্দ্র দাস এবং এমআরএর নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক চুক্তি স্বাক্ষর করেন।
মন্তব্য করুন