বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি রোধে একটি যন্ত্র তৈরি করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান (গ্রেড-১) মো. সাজেদুর রহমান। কেউ ট্রান্সফরমার চুরির চেষ্টা করলেই ওই যন্ত্রের বাতি জ্বলে উঠবে। হবে বিকট শব্দও। শব্দ শুনে বোঝা যাবে ট্রান্সফরমারে চোরের হাত পড়েছে।

শতভাগ বিদ্যুতায়নের জেলা পাবনায় ট্রান্সফরমার চুরি রোধ অন্যতম চ্যালেঞ্জ। তবে সাজেদুরের তৈরি যন্ত্রে বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি বন্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের।

গত বছর পল্লী বিদ্যুৎ সমিতি ১ (চাটমোহর)-এ ৬২টি এবং পল্লী বিদ্যুৎ সমিতি ২ (কাশীনাথপুর)-এ ৭৫টিসহ ১৩৭টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার ও মিটার চুরির কারণে বিদ্যুৎ বিতরণে ব্যাঘাত ঘটে। খাদ্য উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সরকারের লক্ষ্য ও উন্নয়ন ব্যাহত হয়। তাই পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর উদ্যোগে এই প্রতিরোধক যন্ত্রটি তৈরি করেছেন মো. সাজেদুর রহমান।

এ যন্ত্রটি বানাতে খরচ পড়েছে প্রায় ৪ হাজার টাকা। বেশি বানালে খরচ কমে আসবে বলে জানান তিনি। 

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি প্রতিরোধে নানা পন্থা খুঁজছিলাম। যন্ত্রটি তৈরির খবর প্রকাশের পর বিষয়টি দ্রুত বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দেন।

পাবনা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ তুহিন বলেন, এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে সত্যতা পায়। এ প্রযুক্তি ব্যবহার করে শিগগির মিটার ও ট্রান্সফরমার চোর চক্রকে ধরা সম্ভব হবে।