- বাংলাদেশ
- ট্রান্সফরমার-মিটার চুরি বন্ধ করবে সাজেদুরের তৈরি যন্ত্র
ট্রান্সফরমার-মিটার চুরি বন্ধ করবে সাজেদুরের তৈরি যন্ত্র

শতভাগ বিদ্যুতায়নের জেলা পাবনায় ট্রান্সফরমার চুরি রোধ অন্যতম চ্যালেঞ্জ। তবে সাজেদুরের তৈরি যন্ত্রে বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি বন্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
গত বছর পল্লী বিদ্যুৎ সমিতি ১ (চাটমোহর)-এ ৬২টি এবং পল্লী বিদ্যুৎ সমিতি ২ (কাশীনাথপুর)-এ ৭৫টিসহ ১৩৭টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার ও মিটার চুরির কারণে বিদ্যুৎ বিতরণে ব্যাঘাত ঘটে। খাদ্য উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সরকারের লক্ষ্য ও উন্নয়ন ব্যাহত হয়। তাই পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর উদ্যোগে এই প্রতিরোধক যন্ত্রটি তৈরি করেছেন মো. সাজেদুর রহমান।
এ যন্ত্রটি বানাতে খরচ পড়েছে প্রায় ৪ হাজার টাকা। বেশি বানালে খরচ কমে আসবে বলে জানান তিনি।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি প্রতিরোধে নানা পন্থা খুঁজছিলাম। যন্ত্রটি তৈরির খবর প্রকাশের পর বিষয়টি দ্রুত বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দেন।
পাবনা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ তুহিন বলেন, এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে সত্যতা পায়। এ প্রযুক্তি ব্যবহার করে শিগগির মিটার ও ট্রান্সফরমার চোর চক্রকে ধরা সম্ভব হবে।
মন্তব্য করুন