ডেঙ্গুকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে মাথায় নিয়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আমরা সচেতনতামূলক গণলিফলেট বিতরণ কার্যক্রম নিয়েছি। 

বুধবার বাসাবো বৌদ্ধমন্দির-সংলগ্ন সংঘনায়ক শুদ্ধানন্দ সড়কের নামফলক উন্মোচন, সড়ক উদ্বোধন এবং বৌদ্ধমন্দির-সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে গণলিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরে ডিএসসিসির ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পক্ষ থেকে মেয়রকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় তিনি বলেন, ঘরে ঘরে এই লিফলেট পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে ডেঙ্গুকে সামাজিকভাবে মোকাবিলা করতে চাই। কারণ, শুধু কীটনাশক প্রয়োগ করে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব না। ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব না।

মেয়র বলেন, আগে আমরা বলতাম ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’। আমরা এখন বলছি, নিয়মিত প্রতিদিনের জমা পানি ফেলে দিন। পানি জমতে না দিলে এডিস মশার বিস্তার রোধ করতে পারব। ডেঙ্গু প্রতিরোধ করতে পারব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী এমপি, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, স্থানীয় কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস প্রমুখ।