- বাংলাদেশ
- সিলেট সিটি নির্বাচন: আনোয়ারুজ্জামান চৌধুরীকে ১৪ দলের সমর্থন
সিলেট সিটি নির্বাচন: আনোয়ারুজ্জামান চৌধুরীকে ১৪ দলের সমর্থন

আনোয়ারুজ্জামান চৌধুরী - ফাইল ছবি
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন জানিয়েছেন সিলেটের ১৪ দলের নেতৃবৃন্দ। বুধবার নগরীর একটি হোটেলে ১৪ দলের নেতাদের সঙ্গে জেলা ও মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়।
সভায় আওয়ামী লীগ নেতারা বলেছেন, ১৪ দলের সমর্থন নৌকার ঐক্যকে আরও সুদৃঢ় করবে। মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এদিকে নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে নগরীতে সাঁটানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার এ অভিযান শুরু হয়।
মন্তব্য করুন