- বাংলাদেশ
- পাওনা টাকার জন্য হত্যা করা হয় অতুলকে: পুলিশ
পাওনা টাকার জন্য হত্যা করা হয় অতুলকে: পুলিশ

অতুল কুমার সরকারকে হত্যার ঘটনায় গ্রেপ্তাররা- সমকাল
নওগাঁর ব্যাটারিচালিত অটো থ্রি-হুইলার চালক অতুল কুমার সরকারকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পাওনা টাকার জন্য অতুলকে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, গ্রেপ্তার সেজানের কাছ থেকে ৪৭ হাজার টাকা ধার নেন অতুল সরকার। বেশকিছু দিন ধরে টাকা চাইলেও অতুল ফেরত দেননি। পাওনা টাকা তুলতে অতুলকে হত্যা করে অটো থেকে ব্যাটারি লুটের পরিকল্পনা করে তিনজন। এরপর তাকে হত্যা করে নওগাঁ সদরের আজাদ হোসেনের ইটভাটায় ফেলে রাখে। গত ২২ মে সকালে সেখান থেকে অতুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই অতুলের ছোট ভাই রঞ্জিত সরকার বাদী হয়ে হত্যা মামলা করেন।
পুলিশ সুপার আরও জানান, মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। বুধবার রাতে ঢাকার উত্তরা এবং নওগাঁর বদলগাছী এলাকা থেকে নুর এ ইসলাম সেজান, রাব্বি সরদার ও আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যার কাজে ব্যবহৃত বটি, চাকু এবং লুট হওয়া অটোর পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সেজান নওগাঁ সদরের উকিলপাড়া সেবাশ্রম এলাকার, রাব্বি বকুলতলা এলাকার এবং আতিকুর একই এলাকার দয়ালের মোড়ের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (প্রশাসন), সদর সার্কেল ফৌজিয়া হাবিব খান, ডিবির ওসি হাশমত আলী, সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান, ইন্সপেক্টর (তদন্ত) মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন