- বাংলাদেশ
- মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কিশোরকে হত্যার ঘটনায় বাবুর্চি গ্রেপ্তার
মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কিশোরকে হত্যার ঘটনায় বাবুর্চি গ্রেপ্তার

গ্রেপ্তার আবু জাফর- সমকাল
জয়পুরহাট শহরের গুলশান মোড়ে এন এ মাদক নিরাময় কেন্দ্রের বাবুর্চির সহকারী কিশোর আবদুর রহমানকে গলাকেটে হত্যার ঘটনায় আবু জাফরকে নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের রাজবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি সিরাজুল ইসলাম।
গ্রেপ্তার আবু জাফর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি (পশ্চিম পালশা) গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন এন এ মাদক নিরাময় কেন্দ্রে বাবুর্চি হিসেবে কাজ করে আসছেন। নিহত আবদুর রহমান জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দিওর গ্রামের লুদু মিয়ার ছেলে।
গত মঙ্গলবার ভোরে আবদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আমিরুন বাদী হয়ে সদর থানায় আবু জাফরসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডের দু’দিন পর জাফরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর বাবুর্চি আবু জাফর পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বিকেলে তাঁকে দিনাজপুরের রাজবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দুই বছর আগে মাদকাসক্ত আবদুর রহমানকে তার বাবা শহরের গুলশান মোড়ে এন এ পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করাতে যান। বয়স কম হওয়ায় তাকে ভর্তি না করে কেন্দ্রের বাবুর্চি জাফরের সহকারী হিসেবে রাখা হয়। গত মঙ্গলবার সকালে নাশতা আনতে কেন্দ্রের রান্নাঘরে যান আবু জাফর ও আবদুর রহমান। আধা ঘণ্টা পার হলেও আবদুর রহমান না ফিরলে লোকজন রান্নাঘরে এসে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। তাকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন