ঈদুল আজহা সামনে রেখে গরু চুরিতে সক্রিয় একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা। তিনি জানিয়েছেন, ভালুকার একটি খামার থেকে ১০ গরু চুরির তদন্তে নেমে চক্রটির সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, ওই চক্রের প্রধান মো. রাজিব হাসান ওরফে সবুজ। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চর দেহুন্দা নামাপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এর পাঁচটিই গরু চুরির, অন্যটি ডাকাতির অভিযোগে। গরুভর্তি ট্রাক ডাকাতির মামলায় কারাগারে যাওয়ার পর ২০ মে জামিনে মুক্ত হয় সে। এরপর সহযোগীদের নিয়ে আবারও গরু চুরির পরিকল্পনা করে।

জানা যায়, গত ২৯ মে জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট নামের একটি ডেইরি ফার্মের দেয়াল ভেঙে ১০টি গরু চুরি করে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানটির মালিক মো. আলাল উদ্দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভালুকা থানায় মামলা করেন। এর তদন্ত শুরু করে জেলা ডিবি পুলিশ। বুধবার জেলার নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চক্রটির প্রধান রাজিবকে। তার দেওয়া তথ্যে চুরি হওয়া ১০ গরুর মধ্যে সাতটি কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় কাইয়ুম নামে আরও একজনকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ ও কাইয়ুম পুলিশকে জানায়, ২০ মে কিশোরগঞ্জ কারাগার থেকে গরুভর্তি ট্রাক ডাকাতির মামলায় জামিনে ছাড়া পায় তারা। এর পরই ছদ্মবেশে গরু চুরির পরিকল্পনা করে। সে অনুযায়ী ২৮ মে রাতে মোট ৯ জন দুটি পিকআপ ভ্যান নিয়ে ভালুকায় যায়। গভীর রাতে ওই খামারের দেয়াল ভেঙে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ১০ গরু নিয়ে যায়। গরু চুরিতে ব্যবহারের জন্য সবুজ ও কাইয়ুম আগেই দুটি পিকআপ ভ্যান কিনে রেখেছিল। সেগুলো তাদের নামেই নিবন্ধিত। নিজ এলাকার লোকজনের কাছে তারা গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ ছাড়া পুলিশ গাজীপুরের কাপাসিয়া থেকে গরু পরিবহনের পিকআপ ভ্যানসহ ওই এলাকার মো. নাহিদ হোসেন, ভালুকার মাস্টারবাড়ি এলাকা থেকে কিশোরগঞ্জের হোসেনপুরের দ্বীন ইসলাম, জামালপুর ও বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নেত্রকোনার দুর্গাপুরের খাইরুলকে আরেকটি পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, চক্রের প্রধান সবুজ ছয়টি মামলার আসামি। এ ছাড়া কাইয়ুম তিনটি, নাহিদ তিনটি, দ্বীন ইসলাম একটি, খাইরুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। মামলাগুলো হয়েছে ঢাকার শেরেবাংলা নগর; ফেনীর পরশুরাম; কিশোরগঞ্জ সদর; গাজীপুরের জয়দেবপুর, শ্রীপুর ও কাপাসিয়া; ময়মনসিংহের নান্দাইল, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও গৌরীপুর থানায়।

পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা আরও জানিয়েছেন, ওই পাঁচজনকে বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

/আরএইচ/