- বাংলাদেশ
- চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংক কর্মকর্তার যাবজ্জীবন
গ্রাহকের ২ কোটি টাকা আত্মসাৎ
চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংক কর্মকর্তার যাবজ্জীবন

চট্টগ্রামে গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা ইফতেখারুল কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ব্যাংকটির আবদুল মাবুদ নামে এক গ্রাহককে ১২ বছর এবং জাকের হোসেন বাপ্পী নামে এক ব্যবসায়ীকে সাড়ে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাপ্পীর স্ত্রী ফারজানা হোসেন ফেন্সীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদের আদালত এ রায় দেন। এ নিয়ে দুদকের করা তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত হলেন কবির।
আদালতের বেঞ্চ সহকারী মো. মুছা জানান, পৃথক ৬টি ধারায় দণ্ড হলেও ইফতেখারুল কবিরকে দুটি ধারার আলাদা সাজা সর্বোচ্চ যাবজ্জীবন হিসেবে ৩০ বছর এবং ৪৬৭ ধারায় আলাদা ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া মাবুদকে ৮৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর ১১ মাসের সশ্রম কারাদণ্ড এবং বাপ্পীকে ৩২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১১ মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
ইস্টার্ন ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার ইফতেখারুল কবির নগরীর চান্দগাঁও শাখায় দায়িত্ব পালনকালে মাবুদ ও বাপ্পীর সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ব্যাংকটির প্রবাসী গ্রাহক সুফি মোহাম্মদ হোসেন গণির নামে এফডিআর না খুলে পরবর্তী সময়ে ভুয়া হিসাব সৃষ্টি করে অন্য গ্রাহকের হিসাবে ট্রান্সফার করে ১ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৩৪৫ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক মামলা করে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি গ্রাহকের ১ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকা আত্মসাতের মামলায় কবিরের ২৭ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গ্রাহকের টাকা নানাভাবে আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। গত ৩০ জানুয়ারি আরও একটি মামলায় কবিরের ২৬ বছর সাজা হয়।
মন্তব্য করুন