সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির অপরাধমূলক উপন্যাস প্রকাশিত হলো ৩০ মে। ‘সেন্ট্রাল পার্ক ওয়েস্ট’ উপন্যাসের মাধ্যমে কল্পকাহিনিতে আত্মপ্রকাশ হলো কোমির। প্রকাশনা সংস্থা মিস্টেরিয়াস প্রেস এটি প্রকাশ করেছে। তবে গ্রন্থটি প্রকাশিত হওয়ার আগেই কোমি এবিসি নিউজের জনপ্রিয় গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে এ নিয়ে আলোচনা করেছেন। একজন সাবেক গভর্নরের খুন এবং এক ফেডারেল তদন্তকারীকে কেন্দ্র করে আবর্তিত হয় কাহিনি। এক চিহ্নিত অপরাধী, যাকে ওই গভর্নরের সম্ভাব্য খুনি হিসেবে মনে করা হচ্ছে, তাঁর সঙ্গে ফেডারেল তদন্তকারীর প্রতিযোগিতাই উপন্যাসের মূল উপজীব্য। সাহিত্য সমালোচনার পত্রিকা কারকাসের সমালোচনায় উপন্যাসটিকে ‘সাবেক এফবিআই প্রধানের একটি সক্ষম কিন্তু অনুমানযোগ্য কল্পকাহিনির আত্মপ্রকাশ’ বলে অভিহিত করা হয়। গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে সঞ্চালক জর্জ স্টেফানোপোলোস কোমিকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর কথাসাহিত্যে নাম লেখানোর সিদ্ধান্তে কী অনুপ্রাণিত করেছিল। এর উত্তরে কোমি বলেন, ‘ননফিকশন লিখতে গিয়ে এক সম্পাদকের কাছ থেকে প্রথম ধাক্কাটা এসেছিল– আপনি কি কখনও ফিকশন লেখার বিষয়টি বিবেচনা করেছেন?’ কোমি উত্তর দিয়েছিলেন, ‘না, আমি এটা করতে চাই না।’ কিন্তু আমি সরকারি চাকরি থেকে যত দূরে সরে গিয়েছি ততই এ নিয়ে চিন্তা করা সহজ হয়ে উঠেছে। তাই আমি এ নিয়ে একটি চেষ্টা চালালাম; আর তা আসক্তিতে পরিণত হলো।’ u

বিষয় : সাবেক এফবিআই প্রধানের উপন্যাস ‘সেন্ট্রাল পার্ক ওয়েস্ট’

মন্তব্য করুন