- বাংলাদেশ
- সবচেয়ে ধনী কাউন্সিলর প্রার্থী আ’লীগ নেতা শাহাদত আলী
সবচেয়ে ধনী কাউন্সিলর প্রার্থী আ’লীগ নেতা শাহাদত আলী
রাজশাহী সিটি নির্বাচন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ধনাঢ্য কাউন্সিলর প্রার্থী শাহাদত আলী শাহু। ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ১২১ জনের মধ্যে তিনি সবচেয়ে বেশি নগদ টাকা, বাড়ি ও সম্পদ দেখিয়েছেন হলফনামায়। তিনি শাহমখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তাঁর নগদ রয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৩ লাখ ৮৮ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে আরও ৩ কোটি টাকা। রয়েছে একটি প্রাডো জিপগাড়ি ও একটি পিস্তল।
কৃষিজমি নিজ নামে রয়েছে ২১ বিঘা। স্ত্রীর নামে রয়েছে সাড়ে ৬ বিঘা কৃষিজমি। অকৃষিজমি নিজ নামে রয়েছে দুই বিঘা ও স্ত্রীর নামে ১২ কাঠা।
তিনতলা আবাসিক বাড়ি রয়েছে দুটি, পাঁচতলা বাণিজ্যিক ভবন একটি, পাঁচতলা ও দোতলা আবাসিক ভবন দুটি। পিতার কাছ থেকে পাওয়া একটি দোতলা পুরোনো বাড়িও রয়েছে। স্ত্রীর নামে একটি ছয়তলা আবাসিক, পাঁচতলা ও ১০ তলা নির্মাণাধীন ভবন রয়েছে।
কৃষি খাত থেকে শাহাদতের বার্ষিক আয় দেখানো হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। তাঁর স্ত্রীর আয় বছরে ৯০ হাজার টাকা। বাড়ি ভাড়া ও দোকান ভাড়া থেকে আয় ১৪ লাখ ৪৭ হাজার টাকা। স্ত্রীর আয় ৬ লাখ ৬০ হাজার টাকা। ব্যবসা থেকে শাহাদতের আয় ৮৯ লাখ ৬৬ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে আয় ৩৪ হাজার টাকা। ছাদের বিলবোর্ড ভাড়াসহ অন্যান্য খাত থেকে আয় সাড়ে ৪ লাখ টাকা।
স্থানীয়রা জানান, শাহাদত এর আগে চারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মূলত জমি কেনাবেচার ব্যবসা করে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন।
জানতে চাইলে শাহাদত বলেন, ‘আমার বাপদাদার ৬০ বিঘা জমি ছিল। বিক্রি করতে করতে এখন কমে গেছে। আমি জমি কেনাবেচার ব্যবসা করি। আমার যা সম্পদ আছে, তার সব তথ্য ইনকাম ট্যাক্স ফাইলে আছে। দেখে নিতে পারেন। ২০১৮ সালেও আমি এসব তথ্যই দিয়েছিলাম হলফনামায়। সে তুলনায় সম্পদ বাড়েনি।’
সুশাসনের জন্য নাগরিক-সুজনের রাজশাহীর সভাপতি আহমেদ সফিউদ্দীন বলেন, হলফনামায় প্রার্থীরা যা দেখান তার বাইরে নামে-বেনামে সম্পদ আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য সরকারি বিশেষ সংস্থা দরকার।
মন্তব্য করুন