- বাংলাদেশ
- সুদের হার কমলো শ্রীলঙ্কায়
সুদের হার কমলো শ্রীলঙ্কায়

মূল্যস্ফীতি তুলনামূলক সহনীয় হয়ে আসায় এবার মূল সুদের হার আড়াই শতাংশ কমিয়েছে শ্রীলঙ্কা। এর মাধ্যমে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বীপদেশটি যে ফের প্রবৃদ্ধিতে প্রত্যাবর্তনে প্রস্তুত হচ্ছে, তারই বার্তা মিলছে। খবর রয়টার্সের।
নতুন ঘোষণায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক
সিবিএসএল আমানতে সুদের হার ও ঋণে সুদের হার ১৫ দশমিক ৫ ও ১৬ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে যথাক্রমে ১৩ ও ১৪ শতাংশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংক সুদের হার স্থিতিশীল রাখবে বলে বেশিরভাগ বিশ্লেষকের প্রত্যাশা থাকলেও অর্থনৈতিক সংকট যখন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, সেই ২০২২ সালের মার্চের পর এখনই দেশটিতে সুদের হার সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। সিবিএল জানায়, মূল্যস্ফীতি দ্রুতগতিতে কমা, মূল্যস্ফীতিজনিত অনুকূল পরিস্থিতি তৈরি হওয়া এবং লেনদেনে ভারসাম্যজনিত চাপ সহজ হওয়া, যার দরুন অর্থনীতির প্রবৃদ্ধির দিকে প্রত্যাবর্তন শক্তিশালী হচ্ছে, এসব বিবেচনায় নিয়ে নীতি সুদহার কমানো হয়েছে। এ ছাড়া সুদ হার কাঠমো স্বাভাবিকীকরণ ও অর্থনৈতিক কাঠামোর ব্যাপকতার গতি বাড়ানো এবং আর্থিক বাজারের ওপর চাপ কমিয়ে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়ানোর পর্যায়ে নিয়ে যাবে– এই আশা থেকেও সুদের হার কমানো হয়েছে, বলেছে তারা।
শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ কলম্বো কনজ্যুমার প্রাইস ইনডেক্স এপ্রিলের ৩৫ দশমিক ৩ শতাংশ থেকে নেমে মে মাসে ২৫ দশমিক ২ শতাংশে দাঁড়ায়, যা সাত দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে সৃষ্ট ক্রমবর্ধমান মূল্যস্ফীতির দাপটে কাঁপতে থাকা অর্থনীতির ওপর চাপ অনেকখানি কমিয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শ্রীলঙ্কার মূল্যস্ফীতির সীমা চলতি বছরের জন্য ১৫ দশমিক ২ শতাংশ বেঁধে দিয়েছে; কিন্তু সিবিএসএলের লক্ষ্য আরও উচ্চাকাঙ্ক্ষী, তাদের চোখ সেপ্টেম্বরের মধ্যেই মূল্যস্ফীতিকে এক অঙ্কের ঘরে নিয়ে আসা। সব মিলিয়ে মূল্যস্ফীতি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের শুরুর দিকেই এক অঙ্কের ঘরে চলে আসতে পারে।
মন্তব্য করুন