- বাংলাদেশ
- গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ১৭ জন
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ১৭ জন

ফাইল ছবি
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কাল। পরীক্ষা শুরু হবে শনিবার বেলা ১২টা থেকে। শেষ হবে দুপুর ১টায়। ‘এ’ ইউনিটে অংশ নিচ্ছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ পরীক্ষার্থী। মোট আসন ৯ হাজার ৮৭৫টি। ফলে আসন প্রতি লড়বেন ১৭ পরীক্ষার্থী।
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রের আসন বিন্যাসও প্রকাশ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন মোট ৫৬ হাজার ৫৩৬ জন। এছাড়াও আটটি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপকেন্দ্র গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাংলা কলেজ ও গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের ডিন খন্দকার মনিরুজ্জামান বলেন, সব প্রস্তুতি শেষ। আশা করি শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
সার্বিক বিষয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আগামীকাল শেষ পরীক্ষা। পরীক্ষার জন্য সব কেন্দ্র প্রস্তুতি।
মন্তব্য করুন