- বাংলাদেশ
- নিরাপত্তার আশায়
নিরাপত্তার আশায়

প্রকৌশলী ও উন্নয়ন অর্থনীতি বিষয়ক লেখক কল্লোল মোস্তফা গত ২৬ মে সমকালে ‘তরুণরা ঝুঁকি নিয়ে অভিবাসী হচ্ছে কেন?’ শীর্ষক একটি নিবন্ধ লিখেছেন। তাঁর এ প্রশ্নের সহজ উত্তর– তরুণরা নিরাপত্তার জন্য বিদেশমুখী। আর সেই নিরাপত্তা অনেক রকম হতে পারে। অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা সবচেয়ে বড় বিষয়। এদেশের উচ্চশিক্ষিত বড় একটি অংশ বেকার। স্নাতকোত্তর পাস করার পরও চাকরি পাচ্ছেন না। এ অবস্থায় হতাশা থেকে তাঁরা অভিবাসী হচ্ছেন।
আমাদের দেশের বেশিরভাগ অভিবাসীর ঠিকানা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশে। এসব দেশে কম মজুরি পাওয়ায় কেউ কেউ ইউরোপ-আমেরিকামুখী হচ্ছেন। কিন্তু সেসব দেশে সহজে ভিসা পাওয়া যায় না বলে কেউ কেউ ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপযাত্রা করছেন। এটি করতে গিয়ে সলিল সমাধি হচ্ছে অনেকের। গণকবরেরও সন্ধান পাওয়া যাচ্ছে। এর পরও অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকানো যাচ্ছে না। কারণ এসব তরুণ বিশ্বাস করে, ঝুঁকি নিয়ে একবার স্বপ্নের দেশে প্রবেশ করতে পারলেই জীবনের মোড় ঘুরে যাবে।
খিলগাঁও, ঢাকা
মন্তব্য করুন