- বাংলাদেশ
- গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আগস্টে: জবি উপাচার্য
গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আগস্টে: জবি উপাচার্য

জবি উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। ছবি: সমকাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, জুলাইয়ের মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম শেষ হবে। আগস্টের মধ্যেই ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
শনিবার গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা শেষে সাংবাদিকদের আলাপকালে এ কথা জানান তিনি।
উপাচার্য বলেন, আমরা খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি। এরই মধ্যে দুইটি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তিন দিনের মধ্যে আমরা এ ইউনিটের ফলাফল প্রকাশ করব। জুলাইয়ের মধ্যেই আমরা ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম শেষ করে আগস্টেই আমরা ক্লাস শুরু করব।
ইমদাদুল হক বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আগে যেসব অসংগতি ছিল এই বছর তা নেই। আশা করি, বাকি কার্যক্রমগুলোও সুষ্ঠুভাবে শেষ করতে পারব। আগস্টের মধ্যে ক্লাস শুরু করে করোনাকালীন যে সেশনজট সৃষ্টি হয়েছে তা আমরা অন্তত ছয় মাস কমিয়ে আনতে চাই।
মন্তব্য করুন