বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে-বাংলা হলের একটি কক্ষ থেকে জিআই পাইপ, রড, দা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে এসব দেশিয় অস্ত্র উদ্ধার করে হল প্রশাসন। 

শেরে-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

হলের ২০০৬ নম্বর কক্ষে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জুসহ ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী থাকেন। অভিযানে ওই কক্ষ থেকে ২৫টি জিআই পাইপ, রড, দা এবং অপর একটি কক্ষ থেকে গাঁজা উদ্ধার করা হয়। 

শেরে-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, হলের ২০০৬ নম্বর কক্ষ থেকে ২৫টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে। ওই কক্ষে ছাত্রলীগ কর্মী নাবিদ, মঞ্জু থাকত। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।