অস্ট্রেলিয়ার বিপক্ষে জুনে অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে চলা একমাত্র টেস্টের দলের ওপরই ওই দুই ম্যাচের জন্য ভরসা রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।   

আইরিশদের বিপক্ষে সিরিজে খেলছেন ২৫ বছর বয়সী পেসার জস টঙ্গু। অ্যাসেজেও ওরচেস্টারশায়ারের এই পেসার খেলার যোগ্য বলে মনে করছেন ইসিবির নির্বাচকরা। 

পায়ের ইনজুরিতে পড়া বেন স্টোকস দলে ফিরেছেন। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। অ্যাশেজেও আছেন তিনি। তার বিকল্প কোন বিশেষজ্ঞ কিপার নেয়নি ইংলিশরা। 

ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যা ক্রলি, বেন ডাকেট, ড্যান লওরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পট, অলি রবিনসন, জো রুট, জস টঙ্গু, ক্রিস ওকস, মার্ক উড।