- বাংলাদেশ
- ডলার প্রতারণা মামলার আসামিকে হত্যা
ডলার প্রতারণা মামলার আসামিকে হত্যা

প্রতীকী ছবি
মুক্তাগাছায় ওসমান মিয়া নামে ডলার প্রতারণা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে বিজয়পুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় ডলার প্রতারণার মামলা রয়েছে। ওসমান মিয়া হত্যায় জড়িত সন্দেহে একই গ্রামের রবিউল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের মধুপুর বনাঞ্চলঘেঁষা বিজয়পুর গ্রামের বাসিন্দা ওসমান মিয়া (২৮)। তিনি একই গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তাঁর পালক বাবা একই গ্রামের মনির হোসেন। মা সুফিয়া খাতুন ঢাকায় কাজ করেন। এ সুযোগে ডলার প্রতারণা ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন রাতে বাড়ি থাকতেন না তিনি। একেক সময় একেক স্থানে রাত কাটাতেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতেও অন্যত্র থাকার জন্য বাড়ি থেকে বের হন ওসমান মিয়া। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তাঁর লাশ দেখতে পায় এলাকাবাসী। তাঁর শরীরে অসংখ্য ধারালো আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের চাচা আব্বাছ আলীর ভাষ্য, তাঁর ভাতিজার কোনো শুত্রু ছিল না। কেন তাকে হত্যা করা হলো, এটা জানা নেই তাঁদের। তবে ভাতিজার খুনি হিসেবে পালক বাবা মনিরের দিকে ইঙ্গিত করেছেন তিনি। মনিরকে গ্রেপ্তারের দাবি তাঁর।
অভিযোগ অস্বীকার করে মনির হোসেন বলেন, নিহত ওসমান মিয়াকে আদর-যত্ন করে মানুষ করেছেন তিনি। কেন তাকে হত্যা করবেন? ওসমান হত্যা নিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি তাঁর।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির জানান, নিহত ওসমান মিয়া ডলার প্রতারণায় জড়িত ছিলেন। ডলারের ভাগবাটোয়ারা নিয়ে অথবা পালক বাবার সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত করা হচ্ছে। তবে রবিউল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মন্তব্য করুন