রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্তকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শান্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র এবং শাখা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন।

রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, শান্তর কার্যকলাপ সংগঠনের নীতি-আদর্শের সঙ্গে যায় না। তাই কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কার করেছে। সংগঠনকে কলঙ্কমুক্ত করায় আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

গত ৩০ মে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন পরীক্ষায় জালিয়াতি এবং অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন শান্তকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর শান্তর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।