- বাংলাদেশ
- রাজধানী থেকে চুরি হওয়া পিস্তল মিলল বরিশালে
রাজধানী থেকে চুরি হওয়া পিস্তল মিলল বরিশালে
চার বছর পর গ্রেপ্তার ১

গ্রেপ্তার তারেক হাওলাদার
সাবেক এক সেনা কর্মকর্তার বাসা থেকে চুরি হওয়া অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। বেহাত হওয়ার চার বছর পর শনিবার বরিশালের গৌরনদী থেকে পিস্তলটি উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারেক হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাজধানীর মিরপুর ৬০ ফিটে পিবিআই ঢাকা উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকার ভাসানটেকের বাসা তালাবদ্ধ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুল হুদা গুলশানে যান। রাতে বাসায় ফিরে তালা খোলার পর ভেতর থেকে দরজা বন্ধ পান। এর পর পাশের বাসার কেয়ারটেকার মাহবুব ও মিস্ত্রি মিজানকে ডাকেন। তাঁরাও দরজা খুলতে না পারায় বাসার পেছনে গিয়ে দেখা যায়, জানালার গ্রিল কাটা।
তখন ওই অংশ দিয়ে ভেতরে ঢুকে ঘরের দরজা খোলা হয়। ঘরের আসবাব ছড়ানো-ছিটানো পাওয়া যায়। খোয়া যায় আলমারি থেকে নগদ ৩২ লাখ টাকা, বিদেশি মুদ্রা ও চারটি মূল্যবান হাতঘড়ি, স্বর্ণালংকারসহ ৫৬ লাখ ৫০ হাজার টাকার মালপত্র এবং লাইসেন্স করা একটি পিস্তল, ৫০ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন।
এ ঘটনায় ভাসানটেক থানায় মামলা করেন সামছুল হুদা। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পিবিআইর হাতে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ অনুসন্ধানে তারেক হাওলাদারের বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে গৌরনদীর নোয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে উদ্ধার করা হয় সেই পিস্তল।
মন্তব্য করুন