- বাংলাদেশ
- ৯০ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ
৯০ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

রোববার মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন ৯০টি এজেন্সির দায়িত্বশীলদের প্রতি এ নোটিশ জারি করেছেন।
এর আগে সৌদি আরবে হাজীদের আবাসনসংক্রান্ত সমস্যার কারণে ৮টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ছিল মন্ত্রণালয়। এবার সরকার অনুমোদিত ৬০৩টি হজ এজেন্সি কাজ করছে।
অন্যদিকে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে মন্ত্রণালয়ের বিভিন্ন অসামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নিয়ে সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৯০টি এজেন্সিকে দেওয়া নোটিশে ধর্ম মন্ত্রণালয় বলা হয়েছে, আপনারা নিবন্ধিত হজযাত্রীদের ভিসা ইস্যু করেননি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতার শামিল। এ ধরণের অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করেছে, সরকারেরর হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা উপেক্ষিত হয়েছে, যা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ পরিপন্থী। কিন্তু আইন অনুযায়ী আপনার এ সংক্রান্ত সকল দায়িত্ব যথাসময়ে পালন করতে অঙ্গীকারবদ্ধ।
মন্ত্রণালয়ের নোটিশে আরও বলা হয়েছে, আপনাদের হজ এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ সংক্রান্ত জবাব আগামী ৩ দিনের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।
তবে ৯০টি এজেন্সির কারণে কতজন হজযাত্রীদের ভিসা হয়নি তা নিশ্চত জানা যায়নি। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেন নি। এমনকি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) পক্ষ থেকেও নির্দিষ্ট তথ্য জানা যায়নি।
বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব-এর সভাপতি এম. শাহাদাত হোসাইন রোববার রাতে সমকালকে বলেন, ‘যেসব এজেন্সি ঠিক সময়ে ভিসা কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তাদের দ্রুত কাজ করতে বলা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতে সাময়িক অব্যবস্থাপনা হয়েছে, আশা করি শিগগিরই সব ঠিক হয়ে যাবে।’
মন্তব্য করুন