- বাংলাদেশ
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সমকাল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক হোন। সেরা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া মানে এই নয় তিনি সেরা শিক্ষক। সব ধরনের শিক্ষার স্তরে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এই জুন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের মূল সোপান হলো শিক্ষা। তবে শিক্ষা নিয়ে কথা হলেই সবাই শুধু বাজেটে এই খাতের আর্থিক পরিমাণ বৃদ্ধির কথা বলেন। কিন্তু আমি মনে করি, শুধু বাজেট মুখ্য বিষয় নয়। অনেক বাজেট পেয়েও যদি সঠিক শিক্ষাক্রম, শিক্ষক, প্রশিক্ষণ ও লক্ষ্য না থাকে সেই বাজেট তো আর কাজে আসবে না। সেজন্য একাডেমিক মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করতে হবে।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন। তিনি বলেন, বর্তমানের শিক্ষকরা শিক্ষকতা নয় চাকরি করেন। তারা নিজ স্বার্থে মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। বর্তমানের শিক্ষকরা বঙ্গবন্ধুর মতো সাহসী হতে পারেনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক এবং চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
মন্তব্য করুন