- বাংলাদেশ
- মেটলাইফের সঙ্গে ঢাকা ব্যাংকের চুক্তি স্বাক্ষর
মেটলাইফের সঙ্গে ঢাকা ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ঢাকা ব্যাংকের বিভিন্ন রিটেইল ব্যাংকিং সেবায় মেটলাইফ এজেন্টদের (ফিল্ড ফোর্স) বিশেষ সুবিধা দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ ও ঢাকা ব্যাংক।
এ চুক্তির আওতায় ঢাকা ব্যাংকের সঞ্চয়ী হিসাব, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ ও গৃহঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেন মেটলাইফ এজেন্টরা।
ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলাউদ্দিন এবং ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে মেটলাইফের মুখ্য নির্বাহী আলা আহমদ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন