- বাংলাদেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ টাকা নিয়ে সালিশ, সংঘর্ষে নিহত প্রবাসী
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ টাকা নিয়ে সালিশ, সংঘর্ষে নিহত প্রবাসী

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ টাকা নিয়ে বিরোধের ঘটনায় সালিশ বৈঠকে সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গত শনিবার রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা (কোড়াবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর নাম খাইরুল ইসলাম খোকন (৪০)। তিনি ওই গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধানক্ষেত ট্রাক্টর দিয়ে চাষ করেন একই গ্রামের ইউপি সদস্য আলমগীর ভূঁইয়ার ছেলে শাহ আলম। চাষের পাওনা ৫০০ টাকা নিয়ে মলাই মিয়ার সঙ্গে শাহ আলমের বিরোধ সৃষ্টি হয়। শনিবার রাতে বিষয়টি মীমাংসা করতে উভয়পক্ষ সালিশে বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জাড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে বল্লমের আঘাতে শাহ আলমের পক্ষের খাইরুল ইসলাম নিহত হন।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন