রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া হত্যা মামলার আসামি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। রংপুর জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক মীর আতাহার আলী সমকালকে বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উচ্চ আদালতের আদেশে চার সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষ হলে সোমবার তিনি আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

জানা যায়, গত ২৪ এপ্রিল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার নামে নেতাকর্মীরা স্লোগান দেন। এ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের নেতাকর্মীরা। এ ঘটনার জেরে ওই দিন রাতে ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কলোনি বাজারে উপজেলা আওয়ামী লীগের সদস্য সোনা মিয়াকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলেই সোনা মিয়া প্রাণ হারান।

এ ঘটনায় নিহত সোনা মিয়ার ছেলে আখতারুজ্জামান বাদী হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক ও তার ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৭৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।