- বাংলাদেশ
- আ.লীগের মেয়র প্রার্থীর উদ্যোগে ৩ দিন লোডশেডিংমুক্ত খুলনা নগরী
আ.লীগের মেয়র প্রার্থীর উদ্যোগে ৩ দিন লোডশেডিংমুক্ত খুলনা নগরী

গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক - সমকাল
প্রচণ্ড গরমে প্রতিদিন ৫ ঘণ্টারও বেশি লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল খুলনার মানুষ। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এর প্রভাব পড়ার আশংঙ্কা দেখা দেয়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেকের উদ্যোগে গত ৩ দিন লোডশেডিংমুক্ত রয়েছে খুলনা নগরী।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, খুলনায় কয়েকদিন আগেও প্রতিদিন ৫ ঘণ্টা লোডশেডিং ছিল। তবে গত ৩ দিন ধরে খুলনায় কোনো লোডশেডিং নেই।
গত ৪ জুন (রোববার) খুলনা বিভাগের ১০ জেলায় ৫৮২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৪৮৯ মেগাওয়াট। লোডশেডিং ছিল ৯৩ মেগাওয়াট। বিভাগের অন্যান্য জেলায় বেশি লোডশেডিং থাকলেও খুলনায় ঘাটতি ছিল মাত্র দুই মেগাওয়াট। ৫ জুন (সোমবার) ৫৫৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৪৪৩ মেগাওয়াট। ঘাটতি ছিল ১১২ মেগাওয়াট। বিভাগের অন্যান্য জেলায় লোডশেডিং থাকলেও খুলনা নগরীতে কোনো লোডশেডিং ছিল না।
সোমবার সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর কাশেমনগর এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘খুলনায় কয়েকদিন আগে বেশি পরিমাণে লোডশেডিং হচ্ছিল। বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমি ফোন করেও পাইনি। তারপর আমার স্ত্রী পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহারকে বলি সংসদে গিয়ে তার সঙ্গে বিষয়টি আলাপ করো। এরপর থেকেই শহরে লোডশেডিং নেই।'
মন্তব্য করুন