- বাংলাদেশ
- ৭৫ দেশ কমিউনিটি ক্লিনিকের ধারণা গ্রহণ করেছে: স্বাস্থ্যমন্ত্রী
৭৫ দেশ কমিউনিটি ক্লিনিকের ধারণা গ্রহণ করেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক আজ সারা বিশ্বেই খ্যাতি অর্জন করছে। এরই মধ্যে ৭৫টি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিকের ধারণাকে সরাসরি গ্রহণ করেছে।
সোমবার রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে কমিউনিটি ক্লিনিককে প্রধানমন্ত্রীর নামে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক অনন্য উদ্যোগ। এটি আমাদের জন্য গর্বের। এর ধারণা প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পেয়েছেন। এখন বিশ্ব এটিকে গ্রহণ করেছে। কারণ, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সবচেয়ে জরুরি, যা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সম্ভব হচ্ছে। জাহিদ মালেক বলেন, সারাদেশে ১৪ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক আছে। এসব ক্লিনিকে ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। প্রতিটি ক্লিনিকে প্রতিদিন প্রায় ৪০ জন মানুষ সেবা নিচ্ছেন। সে হিসাবে দেশে দিনে ৫ থেকে ৭ লাখ, মাসে দেড় কোটি এবং বছরে ১৮ কোটি মানুষ কমিউনিটি ক্লিনিকের সেবা পাচ্ছেন। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের ফলে মানুষের স্বাস্থ্যগত উন্নতি হয়েছে। বড় ধরনের রোগ থেকে মানুষ সতর্ক হতে পারছে। দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। করোনা ও ইপিআইয়ের ভ্যাকসিনেশন কার্যক্রমও ভূমিকা রেখেছে কমিউনিটি ক্লিনিক।
অধ্যাপক খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন