- বাংলাদেশ
- দ্রুত পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে
সমাবেশে বক্তারা
দ্রুত পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে

পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি করেছেন বিশিষ্টজন। এ দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে বিভাগীয় সংহতি সমাবেশ হয়েছে ময়মনসিংহে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ব্যানারে সোমবার নগরীর টাউন হলের অডিটোরিয়ামে এ সমাবেশে সংহতি জানিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অংশ নেয়। এ দাবিতে এটি তৃতীয় বিভাগীয় সমাবেশ। এর আগে রংপুর ও চট্টগ্রামে সমাবেশ হয়েছে। এই সমাবেশে ময়মনসিংহের প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নগরীতে একটি গণমিছিল বের করা হয়।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, পার্বত্য শান্তিচুক্তি জাতির একটি অর্জন। মুক্তিযুদ্ধের চেতনায় যে ক্ষত রয়ে গিয়েছিল; এই চুক্তির মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী চুক্তি করেছিলেন। তিনি তিন মেয়াদে ক্ষমতায় থাকলেও এখনও পার্বত্যবাসী তাদের চুক্তি বাস্তবায়নের জন্য এখনও চিৎকার ও আন্দোলন করে চলেছে। সংঘাত জিইয়ে রাখার ফলস্বরূপ আজ সেখানে কুকি-চিন সন্ত্রাসীদের আনাগোনা। সেখানে প্রশিক্ষণ নিচ্ছে দেশীয় মৌলবাদী গোষ্ঠী।
সমাবেশ থেকে সরকারের কাছে ৫ দফা এবং সমতলের আদিবাসীদের জন্য ২টি পৃথক দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে চুক্তির দ্রুত ও যথাযথ বাস্তবায়ন; পাহাড়ে সামরিক কর্তৃত্বের অবসান ঘটানো। অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থীদের পুনর্বাসন করে তাদের ভূমি অধিকার নিশ্চিত করা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলা সভাপতি এমদাদুল হক মিল্লাতের সভাপতিত্বে ও জাসদের ময়মনসিংহ কমিটির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী ড. খায়রুল ইসলাম চৌধুরী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ।
মন্তব্য করুন