- বাংলাদেশ
- মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদীর ছেলে ও সাংবাদিক
মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদীর ছেলে ও সাংবাদিক

ফাইল ছবি
নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল মঙ্গলবার দুপুরে তাদের সাক্ষ্যগ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
এ মামলায় এখন পর্যন্ত আদালত ২২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ আগস্ট দিন ধার্য রয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ সকালে মামুনুল হককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। এ সময় আদালতপাড়ায় মামুনুল হকের অনুসারীদের উপস্থিতি দেখা যায়। সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণা নামে এক নারীসহ মামুনুল হককে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন মামুনুল।
ওই বছরের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই বছরের ৩০ এপ্রিল ধর্ষণের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই বছরের ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
মন্তব্য করুন